Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্তক করলো মার্কিন দূতাবাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:৪৬ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১০:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর গুলশানসহ বিশেষ এলাকা ও স্থাপনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরাপত্তা জোরদারের পর বাংলাদেশে অবস্থান ও বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

ডিএমপির নিরাপত্তা জোরদারের ঘোষণার পর মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে দেশটির নাগরিকদের জন্য ওই নিরাপত্তা সতর্কতা জারি করে।

যেখানে বলা হয়েছে, ‘মার্কিন দূতাবাস ঢাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রতিবেদন পেয়েছে। তবে আমরা নির্দিষ্ট কোনো হুমকি সম্পর্কে জানতে পারেনি।’

দূতাবাসের ওই নিরাপত্তা সতর্কতায় মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনাদেরকে নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। যেসব স্থানে জনসমাগম বেশি কিংবা বিক্ষোভ হচ্ছে সেসব স্থানে অবস্থান করা থেকে বিরত থাকবেন।’

নোটিশে আরো বলা হয়, ‘আপনারা মার্কিন পাসপোর্ট ও বাংলাদেশি ভিসাসহ বৈধ পরিচয়পত্র সবসময় সঙ্গে রাখবেন। তাছাড়া সর্বশেষ অবস্থা জানতে স্থানীয় গণমাধ্যমে চোখ রাখুন।’

এর আগে, বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান পহেলা বৈশাখ ও ২৬ মার্চসহ প্রত্যেকটি জাতীয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান।

ঘোষণা অনুযায়ী, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর কূটনৈতিক এলাকাসহ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Bootstrap Image Preview