Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পায়ের মোজা থেকে ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াফেরত এক যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। যাত্রী গাজী শামীমের দুই পায়ের মোজার ভেতরে ‍লুকানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার এবং ১৯৮ গ্রাম অলংকার অর্থাৎ মোট প্রায় ১২০০ গ্রাম স্বর্ণবার ও অলংকার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়া জানান, যাত্রী গাজী শামীমের (২৯) গ্রামের বাড়ি শরীয়তপুর৷ ইউএসএ- এর পিআরধারী যাত্রী শামীম গতমাসে দেশে আসেন। এপ্রিল মাসে ইউএসএ যাওয়ার কথা ছিল।শনিবার বিকেলে ইউএস বাংলা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে ঢাকায় আসে৷

গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বি-শিফটের কর্মকর্তারা যাত্রী গাজী শামীমকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করেন৷ যাত্রী কোনো ঘোষণা ছাড়া গ্রিণচ্যানেল অতিক্রম করলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে৷ এ সময় তিনি স্বর্ণবার বা শুল্কযোগ্য পণ্য থাকার কথা অস্বীকার করেন ৷ পরে ব্যাগেজ কাউন্টারে এনে তার দেহ তল্লাশি করলে দুই পায়ের মোজার ভেতর ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার এবং ১৯৮ গ্রাম অলংকার অর্থাৎ মোট প্রায় ১২০০ গ্রাম স্বর্ণবার ও অলংকার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। স্বর্ণবারগুলো ডিএম (ডিটেনশন মেমো) করে ঢাকা কাস্টম হাউজের শুল্ক গুদামে জমা রাখা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।

Bootstrap Image Preview