Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কিশোরগঞ্জের এএসপি ও কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠায় এ উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।  

রবিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর অনিয়মের অভিযোগ ওঠায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। কটিয়াদী উপজেলার মোট ৮৯টি কেন্দ্রের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করায় এখন আর ভোট নেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শনিবার (২৩ মার্চ) রাতে কটিয়াদী উপজেলার কয়েকটি কেন্দ্রে সিল মারা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview