Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামের আমিনুর হক নামে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে গত শুক্রবার হাতীবান্ধা থানায় ১০ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। মুক্তিযোদ্ধার স্ত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধারা এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

অভিযোগে প্রকাশ পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিনুর হকের স্ত্রী হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামে ১৪ শতক জমি পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছে। কিন্তু ওই এলাকার নুরুল হক, রবিউল ইসলাম রবি, হাফিজার রহমান, নাসির, আব্দুস ছালাম, শহিদুল, কাফিয়া, সামসুল হক বুলু, এনামুল হক ও আব্দুস সালাম গত ২০ মার্চ উক্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বাধা দিতে গেলে তাকে মারধরসহ শ্লীলতাহানী ঘটায়। মুক্তিযোদ্ধার স্ত্রীকে রক্ষা করতে আসলে তার ভাইয়ের স্ত্রীকেও শ্লীলতাহানী ঘটায় জমি দখলকারীরা। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আমিনুর হক বাদী হয়ে হাতীবান্ধা থানায় গত শুক্রবার রাতে একটি অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে মৃত সহির উদ্দিনের পুত্র শামসুল হক বুলুর সাথে কথা হলে তিনি বীর মুক্তিযোদ্ধা আমিনুর হকের স্ত্রী ও তার শালকের স্ত্রীকে মারধরসহ শ্লীলতাহানীর অভিযোগ অস্বীকার করেন।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview