Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গিয়ে ধরা ছিনতাইকারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯, ১০:১০ AM
আপডেট: ২৪ মার্চ ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধরা পড়েছে জাহিদুল ইসলাম সোহাগ (৪০) নামে এক ছিনতাইকারী।

শনিবার দুপুরে গুলিস্তানের ফুটপাতে জাউদ্দিন তালুকদার (৩৭) নামে এক পথচারীকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেয় সোহাগ ও তার সহযোগীরা। গুলিবিদ্ধ সুজাউদ্দিনকে পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সোহাগও ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেলে প্রত্যক্ষদর্শীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সোহাগকে আটক করে।

পুলিশ ও ঢামেক হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুরে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের পূর্বপাশের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুজাউদ্দিন। এ সময় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী সুজাউদ্দিনকে অনুসরণ করে। কিছুদূর যাওয়ার পর এক ছিনতাইকারী সুজাউদ্দিনের ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি করে সুজাউদ্দিনের ব্যাগ ছিনিয়ে নেয়। এতে সুজাউদ্দিন পায়ে গুলিবিদ্ধ হন।

পল্টন থানা পুলিশ জানায়, সুজাউদ্দিনের কাছ থেকে মূল্যবান কাগজপত্র ও ব্যাংকের চেক ছিনতাই করতে গিয়ে গুলিবিদ্ধ হয় সোহাগ। ঘটনার পর সুজাউদ্দিনকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন। এর ১০ মিনিট পর সোহাগ হাসপাতালে আসে। সোহাগের দাবি, ফুটপাত দিয়ে হাঁটার সময় সে গুলিবিদ্ধ হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকালে এক ছিনতাইকারী সুজাউদ্দিনকে গুলি করে। এ সময় ছিনতাইকারী সোহাগও গুলিবিদ্ধ হয়।

হাসপাতাল সূত্র জানায়, সুজাউদ্দিন ও সোহাগের চিকিৎসা চলাকালে বেলা পৌনে ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পল্টন থানার ওসি মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল আসে। তাদের সঙ্গে প্রত্যক্ষদর্শীরা ছিলেন। তারা গুলিবিদ্ধ দু’জনের সঙ্গে কথা বলেন। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে সোহাগকে হাতকড়া পরিয়ে দেন ওসি মাহমুদুল হক।

ওসি মাহমুদুল হক বলেন, সুজাউদ্দিনকে গুলি করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সোহাগ। সুজাউদ্দিন অফিসের কাজে হানিফ ফ্লাইওভারের পূর্বপাশের ফুটপাত দিয়ে হেঁটে নবাবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে দু’জন মোটরসাইকেল আরোহী তাকে অনুসরণ করে। একপর্যায়ে মোটরসাইকেল থেকে নেমে সুঠামদেহী সোহাগ সুজাউদ্দিনের হাতে থাকা হ্যান্ডব্যাগ ধরে টান দেয়। সুজাউদ্দিন তাতে বাধা দেন। দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় সোহাগ সুজাউদ্দিনকে এলোপাতাড়ি ঘুষি মারে। ব্যাগটা নিতে না পেরে মোটরসাইকেলে থাকা আরেক ছিনতাইকারী পিস্তল বের করে সুজাউদ্দিনের বাম পায়ে গুলি করে। এ সময় একটি গুলি সোহাগের বাম পায়ে বিদ্ধ হয়। তখন সুজাউদ্দিনের কাছ থেকে সোহাগ হাতব্যাগটি নিয়ে চলে যায়। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখে পুলিশকে জানায়। সোহাগকে শনাক্ত করার পর তাকে আটক দেখিয়ে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা করা হচ্ছে।

গুলিবিদ্ধ সুজাউদ্দিন বলেন, ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে ওই যুবককে আমি চিনতে পারছি না। তার ব্যাগে মূল্যবান কাগজপত্র ও চেক ছিল। তবে নগদ কোনো টাকা ছিল না। নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিতে চাকরি করেন তিনি। মতিঝিল থেকে হেঁটে তিনি নবাবপুর যাচ্ছিলেন। কয়েকজন ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি করে। একটি গুলি তার পায়ে লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Bootstrap Image Preview