Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় স্বর্ণের বারসহ আটক ২

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


যশোরের শার্শায় অভিযান চালিয়ে ছোট বড় ৭ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৪৮) ও আবুল খায়ের (৫০) নামে দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সীমান্তের কায়বা গাজীর ব্রীজ এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত মনিরুজ্জামান কলারোয়া বাগাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ও আবুল খায়ের ডারকি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি'র বিজিবির টহল দল শার্শার কায়বা গ্রামস্থ গাজীর ব্রিজ পাকা রাস্তার উপর হতে ১৯৫ দশমিক ৯৭ গ্রাম ওজনের ছোট বড় ৭টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। 

২১ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) স্বর্ণের বারসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 
 

Bootstrap Image Preview