Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৫:৩৭ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৫:৩৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজ এলাকা ও টেকনাফ উপজেলায় পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। কতিথ এ বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহদের দু’জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। আর অপরজন পর্যটক হত্যা মামলার আসামি।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ও শুক্রবার (২২ মার্চ) ভোররাতে এ ঘটনাগুলো ঘটে।

নিহতদের মধ্যে দু’জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা হলেন- জেলার টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকার আজহার মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫)। অপরজন পর্যটক হত্যা মামলার আসামি কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী মোহাজের পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে কুরবান আলী।

পুলিশ বলছে, নুরুল আমিন ও নুর মোহাম্মাদ দুই জনই স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ৮টি দেশিয় তৈরি বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, শুক্রবার ভোররাতে টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় ইয়াবা কারবারি দু’গ্রুপের অবস্থানের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ইয়াবা কারবারিরা। আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা কারবারিরা পিছু হঠলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই জনকে পাওয়া যায়। তাদের উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা হচ্ছে।

অপরদিকে, কক্সবাজারে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন শহরের শীর্ষ সন্ত্রাসী কুরবান আলী। সে কক্সবাজারে পর্যটক আবু তাহের সাগরের হত্যাকারী। এই সময় ডিবির চার সদস্যও আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত মধ্যরাতে কক্সবাজার শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খরুশকুল এলাকায় অভিযানে যাচ্ছিল। ডিবি পুলিশ সদস্যরা খুরুশকুল ব্রিজ পার হওয়া মাত্র সন্ত্রাসীরা অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ডিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় চার ডিবি পুলিশ সদস্য আহত হন।

গোলাগুলির একপর্যায়ে সড়কের ওপর একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকীৎসক ওই সন্ত্রাসীকে মৃত ঘোষণা করে বলে জানান তিনি।

Bootstrap Image Preview