Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সামুদ্রিক মাছে বিষাক্ত রং

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১০:৩৩ AM

bdmorning Image Preview


মীরসরাই উপজেলার বিভিন্ন হাটবাজারে বিষাক্ত রং মিশিয়ে অবাধে বিক্রি হচ্ছে সামুদ্রিক নানা প্রজাতির মাছ। মাছগুলো তাজা দেখাতে বিক্রেতারা এ কাজ করছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

রং মেশানো এসব মাছের মধ্যে রয়েছে- পোপা, লইট্যা, পুষ্প গুরা, ছোট চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ক্রেতারা তাজা মাছ মনে করে বেশি দাম দিয়ে এসব বিষাক্ত রং মেশানো মাছ কিনে নিয়ে প্রতারিত হচ্ছে।

জানা গেছে, বিশেষ করে সাগরের সন্নিকটে সাহেরখালী সুইচ, ডোমখালী সুইচ, বামনসুন্দর সুইচ, মুহুরী প্রজেক্ট সুইচ, মিয়াজন ঘাট দিয়ে বিভিন্ন প্রজাতির সাগরের মাছ কূলে নিয়ে আসে জেলেরা। আর কিছু অসাধু ব্যবসায়ীরা অল্পদামে ক্রয় করে বিভিন্ন বাজারে প্রেরণ করে।

সেসব মাছগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় ক্ষতিকারক রং মিশিয়ে উপজেলার বিভিন্ন  বাজারে, খেয়ারহাট, আবুতোরাব, বড়তাকিয়া, মীরসরাই, মিঠাছরা, জোরারগঞ্জ, বারইয়াহাটসহ বিভিন্ন পাড়া-মহল্লায় বিক্রি হচ্ছে। কিন্তু কোন প্রকার পদক্ষেপ নেয়নি কোন প্রশাসন।

এই ব্যাপারে মীরসরাই মৎস্য কর্মকর্তা মাহমুদুর ইসলাম চৌধুরী বলেন, বাজারে মাছে ক্ষতিকারক রং মেশানোর বিষয়ে সবসময় তৎপর। এসব রং শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই এসব অসাধু ব্যবসায়ীদের হাতেনাতে ধরতে পারলে আমরা ভোক্তা অধিকার আইন এবং মৎস্য নিয়ন্ত্রণ আইনের মাধ্যামে জেলহাজতে প্রেরণ করে থাকি। 

Bootstrap Image Preview