Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আমাকে স্যার বলে ডাকবেন না'

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview


ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আজম মুন্না সোমবার (১৮ মার্চ) ভোটের ফলাফলের পরে উপজেলা পরিষদের সামনে অপেক্ষামান জনতার উদ্দেশে বলেন, আমি আমার এ বিজয় উৎসর্গ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উৎসর্গ করছি রানীশংকৈলের প্রয়াত নেতা আলী আকবর এমপি আমার বাবা মিজানুর রহমান, আফসার আলী, নুরুল ইসলাম, আবুল কাশেমসহ প্রয়াত নেতাদের।

তিনি আরো বলেন, আমি জনগণের চেয়ারম্যান, সবাই আমার কাছে সম্মানীয়। কেউ আমার কাছে বড়, কেউ ছোট এমনটা কখনোই আমি ভাববো না। আমার দরজা জনগণের জন্য সব সময় খোলা।

এছাড়াও তিনি জনতার প্রতি উদ্দেশ করে বলেন, দল মত নির্বিশেষের চেয়ারম্যান আমি। কেউ আমাকে কোন দলের সমর্থিত চেয়ারম্যান ভেবে আমার কাছ থেকে দূরে থাকবেন না। আমি সব দলের চেয়ারম্যান। এছাড়া কেউ আমাকে স্যার বলে ডাকবেন না, আমি যাদের ছোট তারা আমাকে মুন্না বলে ডাকবেন। আর যারা আমার ছোট তারা আমাকে ভাই বলে ডাকবেন। কেউ আমার কাছে আসতে কোন ধরনের সংকোচ করবেন না।

আমাকে জনগণ যে ভালবাসা দিয়েছে এ ভালবাসা আমি ধরে রাখতে চাই এজন্য তিনি জনগণকে তাকে সহযোগিতা করার আহবান জানান।

তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ'লীগ মনোনীত উপজেলা আ'লীগের সভাপতি সইদুল হককে উদ্দেশে করে বলেন, সইদুল ভাই আপনি সন্মানিত ব্যক্তি আপনি সবসময় আমার কাছে সন্মান পাবেন। তাছাড়া আপনি পরাজিত হয়ে মনখারাপ করেন না। কারণ আপনি হননি তো কি হয়েছে আপনার উকিল শ্যালক তো নির্বাচিত হয়েছে।  


 

Bootstrap Image Preview