Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্সকে ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৯ মার্চ) ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই পরিস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। এরপর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্সকে সোমবার (১৮ মার্চ) দুপুরে এক কলেজ ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে এমন খবর পেয়ে শিক্ষার্থীরা মঙ্গলবার শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। 

তবে অভিযুক্ত শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্স দাবি করেন, স্থানীয় আমড়াগাছিয়া বাজার ইজারা নিয়ে দ্বারে কারণে প্রতিপক্ষরা অহেতুক মিথ্যা ও কাল্পনিক অভিযোগ তুলে শিক্ষার্থীদের ব্যবহার করে আমাকে সামাজিক ও পেশাগত ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কোন মেয়েলি ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি করে কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আর শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধিমত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview