Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমিজমার বিরোধে জিম্মি ১০ হিন্দু পরিবার, মন্দির গুড়িয়ে দেয়ার হুমকি

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৭:৫৫ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


ঝালকাঠির কাঠালিয়া ভায়লাবুনিয়া গ্রামের মিস্ত্রী বাড়িতে জমিজমা নিয়ে দীর্ঘ বিরোধের জের ধরে মথুয়া সম্প্রদায়ের মন্দির ভেঙে গুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে একটি সন্ত্রাসী পরিবার। মিথ্যা অভিযোগসহ নানাভাবে হয়রানী করে আসছে অসহায় ১০টি পরিবারকে। আর এলাকার একটি ভূমিদস্যু চক্র সন্ত্রাসীদের নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

গ্রামের অসহায় ওই হিন্দু পরিবারের রতন মিস্ত্রী জানায়, একই বাড়ির গৌরাঙ্গ মিস্ত্রীর সাথে তাদের ১০টি পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এনিয়ে বারবার স্থানীয় এমনকি উপজেলা চেয়ারমানের কাছে সালিশি বৈঠক হলেও  গৌরাঙ্গ মিস্ত্রী তা না মেনে বিরোধ জিইয়ে আসছে।  

গৌরাঙ্গ মিস্ত্রীর দুই ছেলে সুশান্ত মিস্ত্রী ও প্রশান্ত মিস্ত্রী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এ দুই ভাই আমাদের ১০ পরিবারের সম্পত্তি দখলের পায়তারা করে আসছে।

গত ১৫ মার্চ সুশান্ত, প্রশান্ত আমাদের মেরে ফেলার হুমকী দেয় এবং মন্দির গুড়িয়ে দেয়ার কথা বলে। আর এ বিষয়টি কাঁঠালিয়া থানায়ও মৌখিকভাবে জানিয়েছি বলে জানান রতন মিস্ত্রী।

এব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুলক হক সাংবাদিকদের জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Bootstrap Image Preview