Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ী উপ-নির্বাচনে বিজয়ী হলেন যারা 

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview


সারাদেশে ন্যায় দিনাজপুর ফুলবাড়ীতে ২য় দফা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা মার্কা) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আতাউর রহমান মিল্টন ৩৫,১৩৭ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আনারস মার্কা) প্রাথী সুদর্শন পালিত পেয়েছেন ৩৩,৮৩২ ভোট।

সোমবার (১৮ মার্চ) সোমবার ফুলবাড়ী উপজেলায় মোট ৫২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। কোথাও কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

পরে উপজেলা পরিষদ কক্ষে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এর উপস্থিতিতে বেসরকারিভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়। 

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কার প্রার্থী মঞ্জু চৌধুরী রায় ৩২,৭১৩ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মকলেছার রহমান উড়োজাহাজ প্রতিক নিয়ে ২৭,৯০৬ ভোট পেয়েছে।

মোছাঃ নীরু সামসুন্নাহার কলস প্রতিক নিয়ে ৩৬,১৯৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ হাসিনা পারভীন ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন ২১,২৭৪ ভোট।  

Bootstrap Image Preview