Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলা উপ-নির্বাচন: চেয়ারম্যান গাফ্ফার, ভাইস-চেয়ারম্যান আহাদ

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৭:২৭ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৭:২৭ PM

bdmorning Image Preview


দ্বিতীয় দফায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলা উপজেলায় বেসরকারি ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীকে) আব্দুল গাফফার নির্বাচিত হয়েছেন। ফলাফলে আ.লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আব্দুল গাফফার ৬২ হাজার ৯৯৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে কাজী মাহবুবুল আলম পেয়েছে ৯ হাজার ৭৬৫ ভোট।

এছাড়াও বিকল্প ধারা বাংলাদেশ এর প্রার্থী আব্দুর রউফ মান্নান কুলা প্রতীকে ৭ হাজার ২৭৯ ভোট ও আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বি.এস.এ হুমায়ুন কবীর চৌধুরী ৪ হাজার ৮৯ ভোট পেয়েছেন।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মো.আব্দুল আহাদ টিউবওয়েল প্রতীকে ৩১ হাজার ৯৮৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.মিল্টন উদ্দীন তালা প্রতীকে ভোট পেয়েছেন ২৯ হাজার ৬২২। এছাড়াও চশমা প্রতীকে গৌতম চন্দ্র দে ১৫ হাজার ৭ ভোট। টিয়াপাখি প্রতীকে মো.সাফেল মাহমুদ ৪ হাজার ২৯৯ ভোট ও উড়োজাহাজ প্রতীকে হাকিম উরাও ২ হাজার ৯২৮ ভোট পেয়েছেন।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা.খাদিজাতুল কোবরা হাঁস প্রতীকে ৫৩ হাজার ৯২৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে সাবিনা বেগম পেয়েছেন ২৭ হাজার ৯৫১ ভোট।

সোমবার (১৮মার্চ) ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাচন অফিসার মো.জাহিদুর রহমান ভোটের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম,ওসি পরিমল চক্রবর্তীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সোমবার (১৮মার্চ) উপজেলার ৬০টি কেন্দ্রে সকাল ৮ টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সকালের দিকে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পায়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন শান্তিপূর্ণ ভাবে। কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview