Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ইউএস ডলারসহ পাচারকারী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল থেকে ১০ হাজার ইউএস ডলারসহ কবির মাতব্বর (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বেনাপোল প্যাসেঞ্জারস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করে বিজিবি। আটক কবির ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি এক পাচারকারী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার ইউএস ডলার সহ কবির মাতব্বরকে আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএস ডলারসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview