Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের লড়াইয়ে সাঘাটায় বিজয়ী হলেন যারা

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর কবীর (ঘোড়া প্রতীক) ৪৫ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) এ্যাড. এ এস এম সামশীল আরেফিন টিটু পেয়েছেন ৪০ হাজার ৭৯৯ ভোট। 

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ সমর্থিত সহিদুল ইসলাম বিপ্লব (তালা প্রতীক) ২৬ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কাস পার্টি সমর্থিত মিলন সরকার (বই প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৮৬২ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত পারভীন আক্তার (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৩০ হাজার ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওশন আরা বেগম (প্রজাপতি প্রতকি) ১৬ হাজার ৮১১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, সোমবার (১৮ মার্চ) দেশের তিন পার্বত্য জেলার সব উপজেলাসহ ১১৬ উপজেলায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

Bootstrap Image Preview