Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেদারল্যান্ডসে হামলাকারী তুর্কি যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:১৯ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:১৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নেদারল্যান্ডসের ট্রামে হামলাকারী সেই তুর্কি যুবককে গ্রেফতার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম গোকম্যান তানিস। ট্রামে গুলির ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডাচ কর্তৃপক্ষ বলছে, আক্রমণের উদ্দেশ্য পরিষ্কার নয়।

তবে তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাদলু সংবাদ সংস্থা বন্দুকধারীর স্বজনের বরাত দিয়ে বলেছে, তিনি ট্রামে প্রথম তার একজন আত্মীয়কে গুলি করে। এরপর তাকে সাহায্যকারী অন্যদের গুলি করে। ওই ঘটনায় মোট তিনজন নিহত হয়।

এর আগে ঘটনার পর ওই শহরের স্কুলগুলো বন্ধ ঘোষণা করে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ঘটনাকে ‘মারাত্মক বিরক্তিকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের সভ্য, সহিষ্ণু ও মুক্ত সমাজে এটি একটি সন্ত্রাসী কাণ্ড।

Bootstrap Image Preview