Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নামাজের জন্য খুলে দেওয়া হলো ক্রাইস্টচার্চের দুটি মসজিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:০৫ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পাঁচ দিন পর খুলে দেওয়া হচ্ছে ক্রাইস্টচার্চের আল-নুর এবং লিনউড মসজিদ।

মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মসজিদে প্রবেশ করেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতারা।

এর আগে তদন্তকাজের জন্য মসজিদ এলাকার কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঘেরাও ছিল। তবে মসজিদ দুটো খুলে দেওয়ার পর এখন থেকে আগের মতোই নামাজ আদায় করা যাবে।

এদিকে দেশটির পার্লামেন্টের শোকবাণীতে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গোটা নিউজিল্যান্ডকে মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনোভাবেই দেশের শান্তি বিনষ্ট হতে দেওয়া যাবে না।’

গত শুক্রবারে নিজজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

Bootstrap Image Preview