Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দামুড়হুদায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:২৪ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:২৪ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলিম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে আরোহী বাবলু (২৪) গুরুতর আহত হয়।

সোমবার (১৮ মার্চ) সন্ধা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহত বাবলু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এক কন্যা সন্তানের জনক নিহত আলিম দামুড়হুদার জয়রামপুর গ্রামের নওদাপাড়ার আহাদ আলীর ছেলে ও আহত বাবলু একই গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধায় দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর নওদাপাড়া গ্রামের রাজমিস্ত্রি আলিম হোসেন ও বাবলু মোটরসাইকেল যোগে ডুগডুগি পশুহাটে যাওয়ার পথে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তারা জানায়, পিছন দিক থেকে আসা দর্শনাগামী বালু ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬৯১৮) তাকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় ট্রাকের চাকায় তার মাথাটি পিষ্ট করে দিয়ে যায়।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

Bootstrap Image Preview