Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৮ হাজার মিটার কারেন্টজালসহ আটক ব্যবসায়ীর কারাদণ্ড

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে পোনা সংরক্ষণ সপ্তাহের ভেতরেই ১৮ হাজার মিটার কারেন্টজালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শহরতলীর কৃষ্ণকাঠী এলাকায় ওমর ফারুক নামের ওই জাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মেজর সফিকের নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮ এর দলটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। পরে ঝালকাঠির ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জার মোহাম্মদ ইজাজুল হক আটক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার আবু জার মোহাম্মদ ইজাজুল হক বলেন, আটক ওমর ফারুক কারেন্ট জাল আমদানি করেন এবং বিক্রি করেন। এ অপরাধে তাকে এক বছরের সশ্রম কারদণ্ড দিয়েছি। এতে মানুষ সচেতন হয়ে কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার কমে যাবে।

Bootstrap Image Preview