Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:৪৫ PM

bdmorning Image Preview


শরীয়তপুরে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

সোমবার (১৮ মার্চ) সকল ১০টায় শহরের সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন দফতরে কর্মরত তিন শতাধিক ন্যাশনাল সার্ভিস কর্মী অংশ নেন।

এ সময় বক্তারা তাদের চাকরি স্থায়ীকরণের পক্ষে নানা যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ বেপারী। বক্তব্য রাখেন রুমি, সোহেল পান্নু, তামিম হাসান, লোকমান হাসান, মনির হোসেন, আশফাক জাহান, সালমা জাহান, রেজওয়ানা ভূইয়া, হিমি আক্তার, নাসির হোসেন, হানিফ মাহমুদ, আলাউদ্দিন, সবুজ বেপারী দিপু ও আক্তার হোসেন প্রমুখ।

Bootstrap Image Preview