Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাঘাটায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ 

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর পরিবেশে সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

সাঘাটা উপজেলায় ৭৮টি ভোটকেন্দ্র সুষ্ঠুভাবে লাইনে দাড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে সাঘাটা উপজেলার ভোটাররা।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সকাল থেকে পুলিশ প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের সমন্বয়ে নির্বাচনী ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

উক্ত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সামশীল আরোফিন টিটু, লাঙ্গল প্রতীকে মামিতুল হক নয়ন, সতন্ত্র ঘোড়া প্রতীকে জাহাঙ্গীর কবীর।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১০টি ইউনিয়ন প্রায় ২ লক্ষ ৩ হাজার ৮৮৬ ভোটার। সাঘাটা উপজেলায় সর্বত্রই নির্বাচনী আলাপ প্রাধান্য পাচ্ছে চেয়ারম্যান কে হবেন, কাকে ভোট দেবে জনগণ এসবই এলাকাবাসীর জল্পনা-কল্পনা। 
 

Bootstrap Image Preview