Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে নিউজিল্যান্ড মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:৪৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় দুইটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অর্ধশত মুসলমান নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতি।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরের এ বিক্ষোভ প্রতিবাদে শত শত মানুষ অংশ নেয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাফেজ মো. আল-আমিন সরদার, ইমাম সমিতির সভাপতি মাওলানা প্রভাষক মাসুম বিল্লাহ রুমী। 

বক্তারা বন্দুকধারী অস্ট্রেলীয় নাগরিকসহ জড়িতদের ফাঁসির দাবি করেন। তাঁরা এ ঘটনায় দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পরে নৃশংস ও বর্বর এ হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

Bootstrap Image Preview