Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষের দায়িত্বে শামসুল হক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:৫৮ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ওই কলেজের উপাধ্যক্ষ শামসুল হককে দায়িত্ব দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণ করেন শামসুল হক।

ওই কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় তিনি অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। ফলে গত ১৪ ফেব্রুয়ারি অধ্যক্ষের পদটি শূন্য হয়। গত ২৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আক্তার এক পত্রে কলেজের উপাধ্যক্ষ শামসুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়।

সম্প্রতি উপাধ্যক্ষ শামসুল হক আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বগ্রহণ করেন। এ উপলক্ষে ওই কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ সম্প্রতি তাকে সংবর্ধনা প্রদান করেন। 

কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা বেগমের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান আজিজুল হক, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান হরিপদ রায়, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আনিছার রহমান ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মিজানুর রহমান খন্দকার প্রমূখ।

Bootstrap Image Preview