Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ধাপের ১১৬ উপজেলায় ভোটগ্রহণ শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৮:১০ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৮:১০ AM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১১৬টি উপজেলায় ভোটগ্রহণশুরু হয়েছে।

আজ রোববার সকাল ৮টায় শুরু হঅয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১১৬টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৭৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন এবং ভোটকেন্দ্র ৭ হাজার ৩৯টি।

এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন নির্বাচিত হয়েছেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।কোনো কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায় নিতে হবে বলেও হুশিয়ারি দেয়া হয়েছে।

যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিরাপত্তায় বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। পার্বত্য তিন জেলায় এসব বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ১২৯টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী না থাকাসহ নানা কারণে নির্বাচন হচ্ছে না ১২টি উপজেলায় এবং আদালতের নির্দেশে স্থগিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নির্বাচন।

১১৬টি উপজেলায় ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এদিকে নির্বাচনের আগে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে ২ ওসিকে প্রত্যাহার ও চার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে প্রথম দফায় গত ১০ মার্চ ৭৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview