Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক র‌্যালি বনপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে দিবসের কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যপক আব্দুল কুদ্দুস, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলির প্রামানিক, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সবশেষে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অপরদিকে উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Bootstrap Image Preview