Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৮:১৫ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৮:১৫ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ শেষে দিবস উদযাপন কমিটি, শিক্ষক সমিতি, কর্মকর্তাকর্মচারী সমিতি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড.এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, আজকের এই দিনে বাঙালি জাতির মুক্তির দিশারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। আমরা তার কাছে চিরঋণী, কারণ আজকের বাংলাদেশ যে অবস্থায় আছে তা একমাত্র সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কারণে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হলে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে। এ সময় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহবান জানান উপাচার্য।

এ দিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী ও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় প্রাথনার আয়োজন করা হবে।

Bootstrap Image Preview