Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মিথ ও ওয়ার্নারকে বরণ করে নিলো অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


আগামী ২৯ মার্চ নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। সতীর্থরাও তাদের বরণ করে নিয়েছে আন্তরিকভাবেই।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ খেলবেন না স্মিথ ও ওয়ার্নার। বিশ্বকাপের আগে দলের সঙ্গে মানসিক দূরত্ব কাটিয়ে ফেলতেই দুবাই গিয়েছিলেন দুজন। সতীর্থরা তাদের কীভাবে বরণ করে নিয়েছেন সেটা জানিয়ে ওয়ার্নার বলেন, 'এটা অসাধারণ এক অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল যেন আমরা কখনোই দল থেকে এত দিন এত দূরে ছিলাম না। দলের খেলোয়াড়েরা আমাদের অপেক্ষাতেই ছিল, তারা আমাদের সাদরে বরণ করে নিয়েছে। আমাদের জড়িয়ে ধরেছে, বুকে টেনে নিয়েছে। এটা দারুণ ছিল।'

পাকিস্তান সিরিজে না থাকলেও বিশ্বকাপে এই দুই ক্রিকেটারকে রেখেই ঘুঁটি সাজাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই কথা মাথায় রেখেই পাকিস্তান সিরিজ শুরুর আগে দুবাইতে এই দুই ক্রিকেটারের সঙ্গে আলোচনায় সেরে নিলো  অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।

Bootstrap Image Preview