Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাশেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও রোডে চামড়া পট্টি নামক স্থানে সুগার মিলের পাশের রেল লাইনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও রোডে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিটির নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

এবিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তিটিকে অনেক সময় এখানে পাগলের মতো হাঁটতে দেখা গেছে এবং সবাই ওই মৃত ব্যক্তিটিকে পাগল বলে ধারণা করছে।

ঘটনার পর ঠাকুরগাঁও সদর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনি, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রেলওয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

এ বিষয়ে জানাতে চাইলে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা শান্তাহারগামী মেইল ট্রেনে সকাল ১১টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও রোডে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিটির নাম পরিচয় পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে ঠাকুরগাঁও রোড রেল লাইনে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে এবং সে মারা যায়। রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ ঘটনার স্থান পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview