Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা ও ইউপি চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৬

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


জয়পুরহাটের কালাইয়ে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দিবাগত রাতে কালাই উপজেলার উদয়পুর ইইনিয়নের মোসলেমগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালাই উপজেলার পুনট মোন্নাপাড়া গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে আফতাব এবং একই উপজেলার মাহিস্য পাড়ার চারু মোহন্তের ছেলে রতন মোহন্ত। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে কালাই উপজেলার উদয়পুর ইইনিয়নের মোসলেমগঞ্জ বাজারে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়ার পথে আফতাব উদ্দীন ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রতন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে।

Bootstrap Image Preview