Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:২৩ PM

bdmorning Image Preview


শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে নরসিংদীতে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন।

রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় জন্মদিনের আনুষ্ঠানিকতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাই ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।

এ সময় আনসার, পুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। এরপর জেলা শিল্পকলায় গিয়ে কেট কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোত্তালিব পাঠান, জেলা কারাগারের প্রধান কর্মকর্তা ও সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।

মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে হলে বাংলাদেশের উন্নয়ন করতে হবে।

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর অস্তিত্ব শক্তি, ত্যাগের ও বিসর্জনের। তোমরা যেন সেই অস্তিতদ্বকে ধারণ কর, যেটার বলে বলীয়ান হয়ে তিনি ৪৫ বছর আগে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র দিয়েছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর জেলা শিল্পকলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে ভোরে মুক্তিযোদ্ধা ভবন ও জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ সারা জেলায় দলটির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা কর্মকর্তার হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন তিনি।

Bootstrap Image Preview