Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাবিতে দেয়ালিকা উদ্বোধন

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দেয়ালিকা প্রকাশ করেছে হল শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যাক্ষ ফরিদ আহমেদ দেয়ালিকাটি উদ্বোধন করেন।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আমরা এসেছি প্রাণের টানে, বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধুর জীবন সংক্ষিপ্ত হলেও ছিল কর্মময়। বঙ্গবন্ধু কোন নায়ক নয়, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

তিনি আরও বলেন, মামার হত ধরেই বঙ্গবন্ধু সম্পর্কে আমি জানতে পারি। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ মল্যবোধ অনুসারি না হতে পারলে জীবনে অনেক অনুতপ্ত হতাম। আমরা সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে দেশ গড়ব। বঙ্গবন্ধু ত্যাগ তিতিক্ষা সংগ্রামের মাধ্যমে তিনি বাংলা দেশ গড়েছেন।

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও তার আদর্শকে আমাদের ধারন করতে হবে।

প্রসঙ্গত, দেয়ালিকাটি মোস্তাফিজুর রহমান মঈনের তত্বাবধানে ও ৪৪তম আবর্তনের সৌজন্যে হলের অতিথি কক্ষে স্থাপন করা হয়।

Bootstrap Image Preview