Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়াইগ্রামে বসতবাড়িতে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষতি 

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামে পৃথক স্থানে আগুনে পুড়ে মারা গেছে ১২টি গরু-ছাগল। এছাড়া ২টি গোয়ালঘরসহ পুড়ে ছাই হয়েছে বসতবাড়ির ৬টি ঘর।

শনিবার (১৬ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার জোয়াড়ি ভবানীপুর গ্রামের আব্বাস আলীর বাড়িতে ও আগের রাতে বিষ্ণুপুর গ্রামের শাহাদাত আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই দুই পরিবার।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস দল এসে আগুন নেভায়। তবে তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

বনপাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে বিষ্ণুপুর গ্রামের শাহাদাত আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে দু'টি থাকার ঘর, একটি রান্না ঘর ও গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় ২টি গরু ও ৫টি ছাগল।

শনিবার রাত ৩টার দিকে ভবানীপুর গ্রামের আব্বাস আলীর গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে গোয়ালঘরসহ বসতবাড়ির ২টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়। আগুনে দগ্ধ হয়ে তার ১টি গাভী গরু ও ৪টি ছাগল মারা যায়।   
 

Bootstrap Image Preview