Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় আকস্মিক ভয়াবহ বন্যা, নিহত ৪২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। এতে মারত্মকভাবে আহত হয়েছেন ২১ জন।

রবিবার দেশটির স্থানীয় এক দুর্যোগ ব্যবস্থাপণা সংস্থা এত তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির কর্মকর্তা কোরি সিমবোলান জানান, পাপুয়ার প্রাদেশিক রাজধানী জায়াপুরার অদূরে সেনতানি নামক এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। শনিবার শুরু হওয়া সেই টানা বর্ষণ থেকে এই বন্যা।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান, বন্যায় অন্তত নয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত ও দুটি সেতু ধসে পড়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য একটি দল পাঠানো হয়েছ। তবে এখনো তারা বন্যাকবলিত অঞ্চলে পৌঁছাতে পারেনি।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো এক বিবৃতিতে বলেছেন, বন্যার পানি অনেকটা নিচে নেমে গেছে তবে বন্যার কারণে পানিতে ভেসে আসা কাদা, কাঠের গুঁড়ি ও অন্যান্য জিনিষপত্র পড়ে রয়েছে।

বন্যার কবলে পড়ে অনেকের বাড়িরঘর ভেসে গেছে কিংবা ধসে পড়েছে। স্থানীয় ১২০ জনেরও বেশি বাসিন্দা সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। দাতব্য সংস্থা রেড ক্রস ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিয়ে কর্তৃপক্ষ বাস্তুচ্যুতদের সাহায্য করার চেষ্টা করছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো।

Bootstrap Image Preview