Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের শোপিয়ান জেলায় নিজ বাড়ির সামনে স্বাধীনতাকামীদের গুলিতে খুশবু জাহান নামে ভারতীয় এক নরী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে ভেহিল গ্রামে স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জম্মু ও কাশ্মীর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সংকটজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান। আমরা ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই এবং এই সংকটকালে তার পরিবারের পাশে আছি।

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে হামলাকারীকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করেছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

Bootstrap Image Preview