Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আইস’ তৈরির ল্যাবের মালিক মোয়াম্মার রশিদ আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজধানীর জিগাতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এমডিএমএ ও আইস নামের নতুন মাদকের সন্ধান পাওয়া যায়। এবার সেই মাদক তৈরির ল্যাবরেটরির মালিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হাসিব মোয়াম্মার রশিদ (৩২) নামে ওই যুবক অধিদফতরের ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক চোরাচালানকারী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, নতুন মাদকের সন্ধানের সূত্র ধরে জিগাতলার একটি বাসার বেজমেন্টে মাদক ‘আইস’ তৈরির একটি ল্যাবরেটরির সন্ধান পাওয়া যায়। তবে ওই ল্যাবের মালিক হাসিব ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে মিরপুর থেকে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি জিগাতলার ৭/এ নম্বর সড়কের ৬২ নম্বর বাসা থেকে নতুন এই মাদক উদ্ধার করা হয়। 

Bootstrap Image Preview