Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নরসিংদী উপজেলা নির্বাচনকে নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা চাই'

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনকে নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক। এসময় কিছু দাবিও তুলে ধরা হয়।  

শনিবার (১৬ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ ও র‌্যাব-১১ বিগ্রেডিয়ার এবং বিজিবি দায়িত্বে থাকা বিগ্রেডিয়ার। 

এসময় শিবপুর, মনোহরদী, বেলাব, পলাশ ও নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস  চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। 

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মতবিনিময় এর মাধ্যমে তাদের দাবিগুলো উপস্থাপন করেন। 

এদিকে মনোহরদী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী বলেন, ভোটারদের ধারে কাছে ভোট চাইতে গেলে তারা কেন্দ্রে আসার অনিচ্ছা দেখায়। এসময় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বলেন, গ্রামাঞ্চলে শান্তিশৃঙ্খল ভাবে সুষ্ঠু ভোট দেওয়ার উঠান বৈঠকের মাধ্যমে আলোচনা চালানোর দাবি জানান। 

ভাইস চেয়ারম্যান মহিলা আসনের প্রার্থীরা বিভিন্ন অনিয়ম তুলে ধরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিভিন্ন লিখিত অভিযোগ দেয় বলে জানান।

এদিকে নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, প্রার্থীরা আচরণ বিধি ও পরিবেশ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখলে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

মতবিনিময় সভায় ৫ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসারসহ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন নিয়ে কেউ কোন প্রশ্ন তুলতে না পারে। পাশাপাশি আমরা ভোটারদের ভোট কেন্দ্রে আসা এবং ভোট দেয়ার পর ভোটাররা যাতে বাড়িতে নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেটি আমাদের দেখতে হবে। 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কাজে ভোটগ্রহণের সাথে জড়িত কর্মকর্তাদের অবশ্যই তাদের দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্য দিয়ে পালন করতে হবে।

এসময় সভাপতি হিসেবে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন তার বক্তব্যে বলেন, প্রতিটি প্রার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভা কোন প্রার্থী করতে চাইলে অবশ্যই সে আমাকে লিখিত আকারে জানাবে। এই জেলাটি একটি মুক্তিযোদ্ধাবান্ধব জেলা। এই উপজেলা নির্বাচন সরকার বদল করবে না। ইহা আপনাদের জনগণের প্রতি সুদৃষ্টি রেখে নির্বাচনের সব ধরনের আইন মেনে চলে প্রচার প্রচারণা চালিয়ে যাবে।

 

Bootstrap Image Preview