Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহূর্তে জমে উঠেছে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীদের নানা অভিযোগ থাকলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছে তারা। দিনাজপুরের অন্যান্য উপজেলার চেয়ে ফুলবাড়ীতে ভোটের মাঠ বেশ সরগরম। তবে সাধারণ ভোটার চায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশ। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণে সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।

উপজেলার একাধিক ভোটার জানান, এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যারা সবসময় আমাদের পাশ দাড়াবে। এছাড়াও ভোট কেন্দ্রে যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারে সেজন্য প্রশাসনের নিকট জোর দাবিও জানান সাধারণ মানুষ।

অপরদিকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের জয়যুক্ত করতে মাঠে কাজ করছেন স্থানীয় নেতাকর্মীরা।শুধু চেয়ারম্যান প্রার্থী নয় ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও এই উপজেলায় প্রচার-প্রচারণায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি (আনারস) মার্কার স্বতন্ত্র প্রার্থী সুদর্শন পালিত বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে আমার উপরে চলছে নানা ধরণের আক্রমণসহ আমার পোস্টাল ছিড়ে ফেলা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কর্মকর্তাকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগের মনোনীত নৌকার মার্কার প্রার্থী আতাউর রহমান মিল্টন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের হাত ধরে সারাদেশের পাশাপাশি আমাদের উপজেলায় উন্নয়নের জোয়ার বইছে। আমি নির্বাচনে বিজয়ী হলে এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবো। বর্তমানে মানুষ নৌকার প্রতি অঘাত বিশ্বাস রেখেছে, তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো। প্রতিপক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা মনগড়াভাবে যা ইচ্ছা তাই বলছে। 

আসন্ন উপজেলা নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরী। তবে প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন এখন পর্যন্ত কেউ কোন প্রকার লিখিত অভিযোগ করেনি। যদি কোন লিখিত অভিযোগ আসে তা হলে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে দিনাজপুরের ফুলবাড়ীসহ ১৩টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৬ হাজার ৭১৯ জন ও নারী ভোটার ৬৬ হাজার ৭৬৪ জন। এই উপজেলায় ১ পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট কেন্দ্র রয়েছে ৫২টি।

Bootstrap Image Preview