Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের একটি হাসপাতাল ঘিরে রেখেছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১২:২০ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডে নিরাপত্তা হুমকির কারণে নর্থ আইল্যান্ডে একটি হাসপাতাল চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। এ অবস্থাকে লকডাউন বা তালাবদ্ধ অবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। রেডিও নিউজিল্যান্ডকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ওই হাসপাতালটির প্রবেশ পথে পুলিশের গাড়ি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায় নি। একদিন আগে ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার সঙ্গে এ ঘটনা কোনোভাবে সম্পর্কযুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। জানা যায় নি ওই হাসপাতালের নামও।  

হকস বে ডিস্ট্রিক্ট হেলথ বোর্ড নিশ্চিত করে বলেছে যে, ওই হাসপাতালটি ‘লকডাইন’ করে রাখা হয়েছে।

এ বিষয় পুলিশ বলেছে, পূর্ব সতর্কতা হিসেবে হাসপাতালটি বন্ধ করা হয়েছে। কেউ ছোটখাট আহত হয়ে থাকলে তাকে এই হাসপাতালে না যেতে পরামর্শ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের দুটি মসজিদে আততায়ীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক লোক। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। তারা  হোটেলে অবস্থান করছেন।

শুক্রবার জুম্মার নামাজের আগে দেশটির হ্যাগলি ওভাল মাঠের সামনে ডিন এভিনিউয়ের কেন্দ্রীয় ক্রাইস্টচার্চে অবস্থিত আল নূর মসজিদ ও লিনউডের আরেকটি মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এদিন আল নূর মসজিদে বাংলাদেশ দলের সদস্যরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম ওটাগো ডেইলি টাইমস জানায়, স্থানীয় সময় ১টা ৪০মিনিটের দিকের এই হামলার ঘটনা ঘটে। 

এই হামলায় চারজন অংশ নেন। এদের মধ্যে একজন নারীসহ সন্দেহভাজন সবাইকেই আটক করেছে পুলিশ। আল নূর মসজিদটিতে প্রায় তিনশ মুসল্লি ছিলেন।

Bootstrap Image Preview