Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাইবান্ধার বালাসি-বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের ঘোষণা 

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে গাইবান্ধার বালাসি থেকে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের ঘোষণা  রয়েছে। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মন্ত্রী পরিষদ এই বিষয়টি বাস্তবায়নে বদ্ধ পরিকর। আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করেছেন।

একইভাবে আগামী ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের মনোনিত জিএম সেলিম পারভেজকে নৌকা মার্কায় ভোট দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেল, এই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত করার পরও আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের বিপক্ষে নিজের ভাতিজাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাড় করিয়ে দিয়েছেন। তার এই বেঈমানী ফুলছড়ি উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষ সাথে এবং জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হিরু, সাধারণ সম্পদক আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিনসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


 

Bootstrap Image Preview