Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৩

মিজানুর রহমান, চকবাজার (চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আমবাগান এলাকায় মা-মেয়ে খুনের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ ) এবং বুধবার (১৩ মার্চ ) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মোট ৫ জন জড়িত ছিলেন। এর মধ্যে চারজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, রাঙামাটি জেলার লংগদু থানার দক্ষিণ মরিশ্যারচর এলাকার মইয়ুব আলীর ছেলে মো. মুসলিম (২৫), বাঁশখালি শেখেরখিল সামাদ আলী শিকদার বাড়ির মৃত মোজ্জাফর রহমানের ছেলে মো. সাহাবুদ্দিন (৩৭) এবং কুমিল্লা জেলার চান্দিনা থানার বাতাকাশি মধ্যমপাড়া কাজী বাড়ির মোহাম্মদ মনির হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৩৯)।

উল্লেখ্য, সম্পত্তি এবং নগদ অর্থের লোভে গত বছরের ১৫ জুলাই নগরীর খুলশী এলাকার আমবাগানে একটি নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংক থেকে বাড়ির মালিক মেহেরুননেছা ও তার মা মনোয়ারা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুশফিকুর রহমানকে প্রধান আসামি করে মোট ৫ জনের নামে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মৃত মনোয়ার বেগমের ছেলে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এই ঘটনায় একজন ছাড়া বাকি আসামিদের গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview