Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মরা গরু বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview


ভোলার লালমোহনে মৃত গরু জবাই করে কসাইয়ের কাছে বিক্রি করার দায়ে বজলু নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অভিযুক্ত ওই ব্যক্তিকে নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে এ কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। দণ্ডপ্রাপ্ত বজলু উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি এলাকার সর্দার বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।

জানা যায়, ভোরে মরা গরু জবাই করে লালমোহন পৌর শহরের এক কসাইয়ের কাছে ৪০ কেজি মাংস বিক্রি করে বজলু। যার বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেয় ওই কসাই। খবর পেয়ে সকাল ৭টায় তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে।

আটকের পর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির কাছে হাজির করে। পরে ইউএনও তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Bootstrap Image Preview