Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার অফিসে হামলা-ভাঙচুর, আহত ৭

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১০:৩৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৭ জন আহত হয়েছেন।

হামলায় আহত ইউনিয়ন সাধারণ সম্পাদক সমীর কুমার জানান, উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ঘোষ সনৎ কুমারের পক্ষে নৌকার মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়ে ফেরে। পরে নেতাকর্মীরা বাড়ি ফিরে গেলেও অফিসে ৮/১০ জন নেতাকর্মী ছিলেন। হঠাৎ এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রায় ৭ জন মারাত্নকভাবে আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এক সময়ের বিএনপি নেতা বর্তমানে আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুলতান সরদার ও তার সহযোগী কামরুল, সুজিত ও ফারদিন হাসান, এহসান দীপসহ কয়েকজন এই হামলা করেছে।

হামলার বিষয়ে জানতে বহিষ্কৃত নেতা সুলতান সরদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও কথা বলা সম্ভব হয়নি।

পাটকেলঘাটা থানা পুলিশের ওসি রেজাউল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এখনো কোন প্রকার অভিযোগ পায়নি। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview