Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গার ‘মোস্ট ওয়ান্টেড’ ইমরানের লাশটি শনাক্ত হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৭:৪২ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগরের উথলী মোল্লাবাড়ি থেকে উদ্ধারকৃত গুলিবিদ্ধ অজ্ঞাত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। সে জেলার শূর্ষ সন্ত্রসী আন্তজেলা ডাকাত দলের সর্দার আলমডাঙ্গা উপজেলা শহরের মসজিদ পাড়ার পুলিশের অবশরপ্রাপ্ত কনস্টেবল মৃত. আব্দুর রহমানের ছেলে ইমরান (৩৫)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টার সময় পুলিশ ঘটনাস্থল থেকে আন্তজেলা ডাকাত দলের সর্দার ইমরানের মাথায় এবং বুকে গুলি করে হত্যা করা লাশটি হিসেবে উদ্ধর করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। উদ্ধারের সংবাদ পেয়ে ইমরানের পরিবারের লোকজন মর্গে এসে লাশ শনাক্ত করে।

তার বিরুদ্ধে আলমডাঙ্গা, দামুড়হুদা ও কুষ্টিয়ার মিরপুর থানায় ডাকাতি, ছিনতায়, ধর্ষণ ও চুরিসহ ১৪টি মামলা রয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাথায় ও বুকে গুলি করে ইমরানকে খুন করা হয়েছে। তবে হত্যার কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ইতোমধ্যে শুরু হয়েছে।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা জীবননগর সার্কেল) আবু রাসেল জানান, নিহত ইমরান চুয়াডাঙ্গা জেলার 'মোস্ট ওয়ান্টেড'। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ব্যবসা এবং নারী ও শিশু নির্যাতন মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিলো।

তবে নিহত ইমরানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চুরি হয়ে যাওয়া একটি মোবাইলের সূত্র ধরে যশোর গোয়েন্দা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ একটি দল মঙ্গলবার রাতে আলমডাঙ্গা থেকে ইমরানকে গ্রেফতার করে। এরপর থানায় গিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি নিহতের পরিবারের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, ইমরান নামে তার থানাতে কেউ গ্রেফতার ছিল না।

Bootstrap Image Preview