Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে সংসদ ভোটের আদলে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন 

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৩:০৬ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৩:০৬ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি দাখিল মাদরাসার ৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ৪১৬টি পদের বিপরীতে মোট ৮৩০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৯৫জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে আট সদস্যের স্টুডেন্টস ক্যাবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হয়েছিল। একজন ভোটার ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ আটটি ভোট প্রদান করেছে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যেকোনো তিন শ্রেণিতে সর্বোচ্চ দুটি করে ভোট প্রদান করে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন প্রতিনিধি নির্বাচিত হয়।

স্টুডেন্টস কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা প্রথম সভায় একজন প্রধান প্রতিনিধি মনোনীত করবে। একই সঙ্গে প্রত্যেকের দায়িত্ব বণ্টন এবং সারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। পাশাপাশি প্রতিটি শ্রেণি থেকে দু’জন করে সহযোগী সদস্য মনোনীত করতে হবে, যারা নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা করবে। তাদের ভোটাধিকার থাকবে না।

প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ- বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানিসম্পদ, বৃক্ষ রোপণ ও বাগান তৈরি ইত্যাদি দিবস ও অনুষ্ঠান উদযাপন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি এই ৮টি প্রধান দায়িত্বে আটজন নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। 

Bootstrap Image Preview