Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিসার জন্য ফি নেবে না ইরান-ইরাক: হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


বাণিজ্যিক সহযোগিতাপূর্ণ দুটি দেশ ইরান-ইরাক ভিসার জন্য কোনো ফি নেবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ইরাকের বাগদাদে বাণিজ্য বিষয়ক এক সভায় রুহানি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার জন্য কল্যাণকর এ দুই দেশের মধ্যে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে দুই দেশের মধ্যে ভিসা ব্যবস্থা থাকবে। তবে ভিসার জন্য কোনো ফি নেওয়া হবে না।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে মিল রয়েছে। নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশ একে অপরকে সহযোগিতা করেছে। এ ক্ষেত্রে গত কয়েক বছরের অভিজ্ঞতা ছিল সর্বোত্তম।’

ইরান দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ১২ বিলিয়ন ডলার থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে বদ্ধপরিকর বলে তিনি জানান।

ওই সভায় ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারে আগ্রহী।’ ইরানি ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীরা ইরাকে সব ধরণের সহযোগিতা পাবে বলে তিনি মন্তব্য করেন।

Bootstrap Image Preview