Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মাহাথির মোহাম্মদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন মাহাথির মোহাম্মদ। আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃ সংযোগ অধিদফতর (আএসপিআর) এর মুখপাত্র মেজর জেনালের আসিফ গফুর বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জি নিউজ উর্দুর।

আইএসপিআর মুখপাত্র বলেন, এবারের পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি আজরবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসান আওফ,বাহরাইনের সেনা কমান্ডার জেনারেল শের মোহাম্মদ বিন ইসা আল খলিফা এবং ওমানের উ্চ্চপদস্ত সেনা অফিসাররাও বিশেষ অতিথি হিসেবে থাকবেন।

পাকিস্তান দিবসের বিস্তারিত কর্মসূচি জানিয়ে দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ ভিডিও ‘পাকিস্তান জিন্দাবাদ’ এর প্রমো টুইটারে শেয়ার করেন আসিফ গফুর।

এবারের পাকিস্তান দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সামরিক বাহিনী।

আইএসপিআর মুখপাত্র জানান, এবারের প্যারেডে সৌদি আরব ও আজারবাইজান সেনাবাহিনীর বিশেষ মহড়া প্রদর্শিত হবে। পাশাপাশি সৌদি, বাহরাইন, আজারবাইজান এবং শ্রীলঙ্কার পেরাকমান্ডোরাও অংশ নেবে। তুরস্কের এফ ১৬ এবং চীনের জে ১০ যুদ্ধবিমান এবার পাকিস্তান দিবসে বিশেষ মহড়া দেবে।

Bootstrap Image Preview