Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের তেজসকে ধ্বংস করতে পাকিস্তানের ভরসা ‘জেএফ-১৭’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা যত বাড়ছে, ঘোলা জলে মাছ ধরতে তত উদ্যোগী হচ্ছে চীন। পুলওয়ামা হামলার এক মাসও কাটেনি। এরই মধ্যে পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে।

বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর একাধিকবার ভারতের আকাশ সীমায় দেখা গেছে পাকিস্তানের কপ্টার। এমনকি, বেশ কয়েকবার হামলার চেষ্টাও করা হয়েছে। বালাকোটের হামলার পরের দিনই পাকিস্তান হামলা চালায়, এই হামলায় ব্যবহার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি ফাইটার জেট।

তবে সূত্রের খবর, এরই মাঝে ফের হামলা চালাতে পারে পাকিস্তান। আর এবার হামলা চলবে চীনের তৈরি জেএফ-১৭ ফাইটার জেট দিয়ে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-১৬ ও ভারতের তেজসকে টেক্কা দিতে আপগ্রেড করা হয়েছে সম্প্রতি।

গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চীন ও পাকিস্তান যৌথভাবে জেফ-১৭ থাণ্ডার সিরিজের জেটগুলির মানোন্নয়নে কাজ করছে। যা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে খবর। সেক্ষেত্রে পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়লে পাকিস্তানের তরফে হামলা চলুক বা চীনের সাহায্যে পাকিস্তানে হামলা হোক, সব ক্ষেত্রেই এই জেএফ-১৭ ফাইটার জেট ব্যবহার করা হবে জানা গেছে।

চীনে তৈরি এই ফাইটার জেটের মূল কারিগর ইয়াং ওয়েই জানান জেএফ-১৭ জেটের আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। এই কর্মপদ্ধতিতে সাহায্য করছে পাকিস্তানও। মার্কিনী এফ-১৬ দিয়ে আপাতত হামলা চালাচ্ছে পাকিস্তান। তবে জেএফ-১৭ ফাইটার জেটের কাজ শেষ হলেই তা হামলার কাজে ব্যবহার করা হবে।

জেএফ-১৭ ব্লক ৩ গ্রেডের এই ফাইটার জেট মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ জেটের আপগ্রেড ভার্সন। যা নিমেষেই ধ্বংস করে দিতে পারে ভারতে তৈরি স্বল্প ওজনের কমব্যাট এয়ারক্রাফট তেজসকেও। পাশাপাশি, জেএফ-১৭ পাল্লা দেবে দক্ষিণ কোরিয়ায় তৈরি ফা-৫০ জেটকেও বলে দাবি করা হয়েছে।

Bootstrap Image Preview