Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় স্কুলে তালা ঝুলিয়ে দিলেন সভাপতি

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৯:৪১ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া ইউনিয়নের মৌলভীতবক প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান আহমেদর বিরুদ্ধে।

বুধবার (১৩ মার্চ) সকালের সভাপতির এমন কাণ্ডে হতবাক বনে গেছেন অবিভাবকসহ এলাকাবাসী। শিক্ষক নিয়োগ নিয়ে অসন্তোষের জের ধরে সভাপতির এমন কাণ্ড করেছেন বলে জানান অবিভাবকসহ শিক্ষকরা।

তারা জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়েরে ছয়টি কক্ষেই তালা মারা রয়েছে। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও কিছু শিক্ষার্থী বইপত্র হাতে নিয়ে স্কুলের বারান্দায় ঘুরছে। শিক্ষকরা বিদ্যালয় বারান্দায় পায়চারী করছেন।

তৃতীয় শ্রেণির ইয়াছিন, পঞ্চম শ্রেণির রুমাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষিকা সালমা পারভীন জানায়, সকাল ৯টায় স্কুলে এসে দেখি সব রুমে তালা মারা রয়েছে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবু বকরের পিতা নুর জামাল জানান, সকালে ছেলেকে স্কুলে পাঠালে কিছু সময় পরে সে বাড়ি ফিরে আসে। পরে স্কুলে এসে জানতে পারি সভাপতি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হাওলাদার জানান, সভাপতি সুলতান আহমেদ বুধবার সকালে এসে সকল রুমে তালা লাগিয়ে দিয়েছেন। বলেছেন স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান আহমেদ বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের দুই জন শিক্ষিকা দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

কলাপাড়া উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার জালাল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। উপজেলা নিার্বহী অফিসার সরজমিনে তদন্তের নির্দেশনা দিয়েছেন। শিক্ষা সপ্তাহ নিয়ে ব্যস্ত রয়েছি। এক সপ্তাহ পরে বিষয়টি দেখব। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview