Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েও ইমরানের অর্থনৈতিক অবস্থা চরম সঙ্কটে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা চরম সঙ্কটে৷ এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সম্পত্তিরও অবনতি ঘটছে। অন্যদিকে তার বিরোধীদের সম্পত্তির বাড়ছে।

এমনটাই দাবি দেশটির সংবাদমাধ্যম ডন৷

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রাক্তন ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের ২০১৫ সালে মূল আয় ছিল তিন কোটি ৫৬ লাখ টাকা৷ ২০১৬ সালে সেটি কমে দাঁড়ায় এক কোটি ২৯ লাখে৷ ২০১৭ সালে এই সম্পত্তি ৪৭ লাখ টাকায় নেমে গেছে৷ এই হিসেব অনুযায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের আয়ে গত তিন বছরে তিন কোটি ৯ লাখ টাকার ঘাটতি হয়েছে৷

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৫ সালে ইমরান খানের আয়ে ১০ লাখ টাকার একটু বেশি হয়েছে৷ এই বৃদ্ধি ইসলামাবাদে তার একটি আবাসন বিক্রি করে হয় বলে জানা গেছে৷ তা ছাড়া বিদেশ থেকে তিনি ৯৮ লাখ টাকা পেয়েছেন৷ সেখানেই ২০১৬ সালে তার আয় কমে এক কোটি ২৯ লাখ টাকা রয়ে যায়৷ এই সময়ে ইমরানের কাছে বিদেশ থেকে ৭৪ লাখ টাকা বিদেশ থেকে আসে৷

অন্যদিকে তার বিরোধী নেতা শাহবাজ শরিফের আয় ক্রমশ বৃদ্ধি হয়েছে৷ ২০১৫ সালে তার আয় ৭৬ লাখ টাকা ছিল, যা বেড়ে ২০১৭ সালে এক কোটি টাকা পার করে গেছে৷ ২০১৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জরদারির মূল আয় ছিল ১০ কোটি পাঁচ লাখ টাকা৷ ২০১৬ সালে এই আয় বেড়ে ১১ কোটি চার লাখ টাকা এবং ২০১৭ সালে ১৩ কোটি চার লাখ টাকা হয়৷ এ ছাড়া তার কাছে ৭ হাজার৭৪৮ একর জমি রয়েছে৷

বর্তমানে পাকিস্তান সরকারের উপর প্রায় ৭৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের ধার রয়েছে৷ পাকিস্তানের কাছে বিদেশি মুদ্রা অনুযায়ী, ৮ দশমিক ২ বিলিয়ন ডলার রয়েছে৷

Bootstrap Image Preview