Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকসুর পুনরায় নির্বাচনের দাবিতে অনশনরত এক শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৭:২২ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডাকসু এবং হল সংসদের নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অনিন্দ্য মণ্ডল নামে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আজ বুধবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনিন্দ্যের সঙ্গে অনশনে থাকা আল মাহমুদ ত্বাহা গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ সে অসুস্থ হয়ে কাঁপতে থাকলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

অনশনে থাকা ত্বাহা ভূতত্ত্ব বিভাগের ছাত্র। এ ছাড়া পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শোয়েব মাহমুদ, পপুলেশন সায়েন্সের দ্বিতীয় বর্ষের মাঈন উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাওহীদ তানজিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের রাফিয়া তামান্নাও অনশনে রয়েছেন।

এর মধ্যে তাওহীদ স্বতন্ত্র জোটের প্যানেল থেকে ডাকসুর পরিবহন সম্পাদক পদে এবং শোয়েব ও মাইন হল সংসদের বিভিন্ন পদে প্রার্থী ছিলেন।

প্রথম অনশনে যোগ দেওয়া শোয়েব মাহমুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অনশনকারীদের কাছে এসে নির্বাচনের ভুল স্বীকার ও পুনর্নির্বাচনের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

শোয়েব বলেন, ‘আমরা চারজন শুরু করলেও পরে দুজন সাধারণ শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আজকেও একজন প্রার্থী যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারচুপি করা ভোটের ফল বাতিলের আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চলবে।’

Bootstrap Image Preview